|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, মালদা ৪ আগস্ট। পুরাতন মালদার আদিবাসী অধ্যুষিত সোনাঝুরি গ্রামে বিবেক বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এই ক্যাম্প উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ড: মোস্তাক আহাম্মেদের (মালদা মেডিক্যাল কলেজ) নেতৃত্বে ৬০ জন রুগী নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংস্থার সদস্য অগ্নি চ্যাটার্জী জনান ” মালদা থেকে ১৫ কিমি দুরে পুরাতন মালদার সোনাঝুরি গ্রামে আমদের সংস্থা বিবেক বাহিনীর উদ্যোগে আমরা এখানে একটি মেডিক্যাল ক্যাম্প করাই কারন এই এলাকার মানুষজন অনেকটা পিছিয়ে পড়েছে। ”
সংস্থার সম্পাদক ভাস্কর ঘোষ জানান, ” আমারা এখানে লক্ষ করি কোনো শারীরিক সমষ্যা হলে গুনি ওঝা অথবা কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যাই, যার জন্য এদের মধ্যে কুসংস্কারেও আচ্ছন্ন হয়ে থাকে এরা। তাই আমরা চেষ্টা করেছি এখানেই একটি মেডিক্যাল ক্যাম্পের।আমরা এই গ্রামে বেশির ভাগ মহিলা দূর্বল ভাব লক্ষ করা গেছে এছাড়ও জ্বর, কাশি এসব বেশি পরিমানে লক্ষ করা গেছে। এখানে যটি দরকার সেটি হলো সচ্ছল স্বাস্যকর জীবন যাপন খুব দরকার।”
এক এলাকাবসী বাসী রাজেশ ঠাকুর জানান, এলাকা থেকে দুরে স্বাস্থকেন্দ্র তাই বিবেক বাহিনীর এই উদ্যোগে খুশি তারা, ভবিষ্যতেও আরো এরকম ক্যাম চান তারে এলাকাতে। তার জন্য আবেদন জানান।