|
---|
হাসান লস্কর বাবলু, সুন্দরবন : প্রতি বছরের ন্যায় এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। আজকের এই প্রতিষ্ঠা দিবসের মূল আকর্ষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণের মধ্যে দিয়ে আজ বেলা দুটো থেকে তিনি ভাষণ দেন। কালীঘাট থেকে ছাত্র–যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। দুপুর ২ টোর সময় মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শোনার অপেক্ষায় অগণিত মানুষ জন দলের অফিসিয়াল পেজ থেকেও সরাসরি সম্প্রচার হয় ফেসবুক, ইউটিউব ট্যুইটার সহ একাধিক মাধ্যমে। আজ আঠাশে আগস্ট শনিবার ছাত্র–যুবদের এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল । সাজসাজ রব শুরু হয়েছে ছাত্র ছাত্রী ও যুব দের মধ্যে । এ বৎসর শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা। প্রতিটি কলেজে আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছেন।