|
---|
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন কেজরিওয়াল
নতুন গতি ওয়েব ডেস্ক, ১৬ ফেব্রুয়ারিঃ আজ তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।তাঁর বিধায়কদের নিয়ে রামলীলা ময়দানে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে।সঙ্গে থাকবেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই এবং কৈলাশ গেহলট। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে বিপুল ভোট জয় লাভ করে ফের দিল্লির মসনদে বসতে চলেছে আপ।
এই অনুষ্ঠানকে ঘিরে আপ এর দলীয় কর্মী ও প্রবীণ নেতাদের মধ্যে উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে। তারা সকলেই এই অনুষ্ঠানে বিশাল জনসমাগমের প্রত্যাশা করছেন।দিল্লির বিজেপি সাংসদ ও বিধায়করা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আপ জানিয়েছে যে, অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন না।
আপ নেতা মণীষ সিসোদিয়া বলেছেন, দিল্লি গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, এমন প্রায় ৫০ জন মানুষ কেজরিওয়ালের সাথে মঞ্চ ভাগ করবেন।এই ব্যক্তিদের মধ্যে থাকবেন, শিক্ষক, আর্কিটেক্ট এবং প্রাণ হারানো দমকলকর্মীদের পরিবার। আম আদমি পার্টি তাদের মূল মন্ত্রকে ধরে রেখেই সাধারণ মানুষের সাথে উদযাপন করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান।