আজ ফলহারিনি কালীপুজো, দক্ষিণেশ্বরে সারদা মাকে পুজো করেছিলেন রামকৃষ্ণ দেব

নিজস্ব সংবাদদাতা :আজ ফলহারিনি কালীপুজো। প্রত্যেক বছর জৈষ্ঠ মাসের অমাবস্যা পৃথিবীতে ফলহারিনি কালীপুজো হয়ে থাকে। এই তিথির নামও ফলহারিনি। এই বিশেষ সারদা মাকে পুজো করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। সারদা মাকে তিনি ষোড়শি রূপে পুজো করেছিলেন। ভক্তদের মধ্যে বিশ্বাস রয়েছে এদিন ফল হরিনি মা কালীর পুজো করলে , সংসারের সমস্ত বাধা-বিপত্তি দূর হয়, আর্থিক অনটন কেটে যায়। মা কালীর আশীর্বাদে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। এদিন মাকে ফল দিয়ে পুজো করা হয়।তবে ফল আসলে প্রতীক,এদিন মায়ের পূজা করলে , সব রকমের বাঁধা বিপত্তি আর আর্থিক অনটন কেটে যায়। এই বিশেষ দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর মন্দিরের তাঁর মা সারদার পুজো করেছিলেন।