আজ বিশ্ব রক্তদাতা দিবস

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: স্বেচ্ছায় রক্তদান এক মহৎ কাজ। চিকিৎসাসহ বিভিন্ন কাজে রক্তের প্রয়োজন হয়। সময়ে রক্ত এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠে যে, এছাড়া রোগীকে বাঁচানো সম্ভব হয় না। আর যারা জীবন-মরণ প্রশ্নে স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের উৎসাহ দেওয়ার জন্যই পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।

    আজ মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বে প্রতি বছর এদিনে পালিত হয় দিবসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটির স্লোগান নির্ধারণ করেছে ‌‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান।

    বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন হ্যাপি ক্যাটারার ও সহযোগিতায় ছিলেন হেল্প ফর ইউ ফাউন্ডেশন। দিবসটি উদযাপনে রক্তদানের সচেতনতা নিয়ে একটি পদযাত্রা করেন এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে। রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয় মোথাবাড়ি বিডিও অফিসের সামনে। এই রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ মোট ২৯ জন রক্তদাতা রক্তদান করেন।

    হ্যাপি ক্যাটারার এর কর্ণধার আব্দুল হালিম বলেন, আজ ১৪ ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বের সকল রক্তদাতাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা, যাদের বীরত্বপূর্ণ ত্যাগের বিনিময়ে মুমূর্ষু রোগীর মুখেও হাসি ফিরে আসে। আর একটি প্রাণ ঝড়ে না পড়ুক, রক্তের অভাবে। তুচ্ছ নয়, রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ। রক্ত দিন জীবন বাঁচান।