|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আজ খুব ধুম ধাম করে পশ্চিমবঙ্গের তিরিশ টি আসনে ভোট গ্রহণ চলল।আর ভোট গ্রহণ প্রক্রিয়া কে সফল করতে দীর্ঘ বারো ঘন্টা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আশা কর্মীরা যেভাবে প্ররিশ্রম করলেন । পেল না একটু ও পারিশ্রমিক , কবে মিলবে এই বারো ঘন্টা কাজের স্বীকৃতি । সমস্ত কাজে আশা দিদি রা নিষ্ঠার সাথে কাজ করেন । মেলে না সামান্য পারিশ্রমিক টুকু। ভোর সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত চললো ASHA দিদিদের ডিউটি। বিনিময়ে এক কাপ চাও পায়নি বহু দিদিই। বাকি পাওনা কবে পাওয়া যাবে তার কোনো খবর নেই।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার একুশ আজ দ্বিতীয় দফায় এই চিত্র । আজ দ্বিতীয় দফায় চার জেলায় তিরিশ টি আসনে নির্বাচন 171 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । যার মধ্যে 152 জন পুরুষ প্রার্থী ও 19 জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়া জেলায় 30 টি বিধানসভা কেন্দ্র।
দক্ষিণ 24 পরগনার চারটি আসনে আজ ভোট গ্রহণ চলছে ,আসন গুলি হল গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর। পূর্ব মেদিনীপুরের 9 টি আসনে ভোটগ্রহণ, আসন গুলি হল নন্দীগ্রাম, চন্ডিপুর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ।পশ্চিম মেদিনীপুর 9 টি আসনে ভোটগ্রহণ যে গুলি হল ঘাটাল, দাসপুর, পিংলা, খড়গপুর সদর, নারায়ণগড়, ডেবরা, সবং,কেশপুর, চন্দ্রকোনা। বাঁকুড়ায় আটটি বিধানসভা নির্বাচন আজ আসনগুলি তালডাংরা, বাঁকুড়া,বড়জোড়া ওন্দা, বিষ্ণুপুর ,কোতুলপুর,ইন্দাস ও সোনামুখী।দ্বিতীয় দফার নির্বাচনে ত্রিশটি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ। সমস্ত ভোটার দের হাতে স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানার দিয়ে চেক করল ।