সাড়ে তিন বছর পর আজ প্রকাশ্য সভা বিমল গুরুং এর

সাড়ে তিন বছর পর আজ প্রকাশ্য সভা বিমল গুরুং এর

     

     

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : আজ দীর্ঘ সাড়ে তিন বছর পর পাহাড়ে ফিরছেন বিমল গুরুং, রোশন গিরিরা। শহর সেজে উঠেছে গুরুংয়ের ছবি সহ দলীয় পতাকায়। আজই শৈলশহরে জনসভায় যোগ দিলেন গুরুং। ২০১৭ সালে পাহাড়ে গোলমালের সময়ে গা ঢাকা দেন গুরুংরা।

    পুজোর আগে কলকাতায় আত্মপ্রকাশ করেন সপার্ষদ গুরুং। ফিরেই ঘোষণা করেন বিজেপির সঙ্গে আর নয়। একুশের লড়াইয়ে তৃণমূলের সঙ্গেই জোট বেঁধে ভোটের ময়দানে লড়বেন এবং উত্তরবঙ্গে বিজেপিকে বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা দেওয়াই যে তাঁর লক্ষ্য তা শিলিগুড়ি এবং ডুয়ার্সের সভাতেই স্পষ্ট করেছেন তিনি।