|
---|
রাধাবল্লভপুর: ৩১ ডিসেম্বর,২০২২: আজ হুগলীর খানাকুলের রাধাবল্লভপুরে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। ৮০ টি কম্বল, ৪০ টি সোয়েটার এবং ২৫ টি চাদর, রাধাবল্লভপুর এবং সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষদের মধ্যে বিতরন করা হয়। উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন হাজারি, জালাল উদ্দিন হাজারি, মির্জা জালাল উদ্দিন,, সমাজসেবী প্রবীর মন্ডল, মইদুল ইসলাম সহ বহু বিশিষ্ঠ ব্যাক্তি। সম্পাদক জানান এই প্রতিষঠান ২০০০ সাল থেকে বিভিন্ন সেবামুলক কাজের সাথে যুক্ত। আগামী ৮ এবং ১৫ জানুয়ারি পুনরায় কম্বল বিতরন এবং ২২ জানুয়ারি বিনা মুল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হবে বলেও আগাম ঘোষনা করেন।