আজকের নারীরা কোন অংশে পুরুষদের থেকে কম নয়

নিজস্ব প্রতিবেদক:- আজকের নারীরা কোন অংশে পুরুষদের থেকে কম নয় এবং নারীদের নিরাপত্তা নিজেরাই যাতে করতে পারে সেই নিয়ে ” নারী সেফটি ” আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করে এনএফ রেলওয়ে এমপ্লয়েজ ইউনিয়নের মহিলা ওয়েলফের সংঠনের মহিলা সদস‍্যরা।এনজেপি এমপ্লয়েজ ইউনিয়নের সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রথমে সদ‍্য প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় ।সংগঠনের সম্পাদক আবীরা পোদ্দার জানান আজের সমাজে সব কাজে নারীরা পুরুষদের সঙ্গে কাজ করে চলেছে । সেই সকল বিশিষ্ট মহিলাদের সংবর্ধনা দেবার পাশাপাশি মহিলারা কিভাবে নিজেদেরকে প্রতিরক্ষা করতে পরে সেই নিয়ে আলোচনা করা হয়।