|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ বিশ্বকাপ ফুটবলের যতগুলো ম্যাচ তার মধ্যে হাইভোল্টেজ এর ম্যাচ জার্মানি বনাম জাপানের। খেলা শুরুর আগে থেকেই দুই দলের দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা লক্ষ্য করা যায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে । প্রথম অর্ধের কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর পেনাল্টি পায় জার্মানরা। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা। প্রথম অর্ধের শেষে জার্মানি এক গোলে এগিয়ে ছিল। তবে টুইস্ট লুকিয়ে ছিল দ্বিতীয় অর্ধে, শুরু থেকেই টোকিও ঝরে আক্রমনে কেঁপে ওঠে বার্লিন। জার্মান ডিফেন্স কে দিশাহারা দেখাচ্ছিল। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে সমতা ফেরায় জাপান। এর কিছুক্ষণ বাদে ম্যাচের ৮১ মিনিটে আবার গোল করে ম্যাচ নিজেদের পকেট বন্দি করে নেয় জাপানিরা।