আজ বাদে কাল জামাইষষ্ঠী ! তাই হুড়োহুড়ি পড়ে গেছে শশুরবাড়ি গুলিতে

নিজস্ব সংবাদদাতা :আজ বাদে কাল জামাইষষ্ঠী।তাই হুড়োহুড়ি পড়ে গেছে শশুরবাড়ি গুলিতে। বিশেষ করে যাদের একেবারে নতুন বিয়ে হয়েছে সেইসব জামাইদের তো একেবারেই আলাদা আদর।তবে জামাইষষ্ঠীর বাজারে একেবারে সবকিছু কিনতে গিয়ে মাথায় হাত শশুর এবং শাশুড়ির। কিভাবে কি খাওয়ালে তাদের জামাই সন্তুষ্ট থাকবেন সেটা চিন্তায় ফেলেছে তাদের। কি করবেন কি কিনবেন ভেবেই পাচ্ছেন না তারা। এই জামাইষষ্ঠীর বাজারে ইলিশের দাম আকাশছোয়া প্রায়। কি মাছ খাওয়াবেন কি কি জামাইএর পাতে থাকবে সেটাই এখন আলোচনার বিষয় শশুর এবং শাশুড়ির কাছে। ভালো ইলিশ মাছ দুহাজারের নীচে নেই,জানালেন বাজার করতে আসা এক ক্রেতা। তিনি জানালেন ইলিশের সাথে এক/দুটো ছোট মাছ থাকবে। যেমন মাছের দাম তেমনি দাম বেড়েছে মাংশের দাম একেবারেই আকাশ ছোয়া হয়ে গেছে গত কয়েকদিন ধরে। অনেকে জামাইষষ্ঠীতে মাংশ খাওয়ান না তাই মাছের দিকেই ঘুরছেন সবাই। দাম যাই হোক এই দিনটি জামাইএর কাছে সন্মানের ব্যাপার সে যেন অসন্তুষ্ট না হয়।শিলিগুড়ির সব বাজারেই আজ উপচে পড়া ভীড়, কি মাছ কি মাংশ কি সবজী একেবারেই আকাশছোয়া দাম জিনিসের। শিলিগুড়ির বিধান মার্কেট,সূভাষপল্লী এবং হায়দারপাড়াতে আজ মাছ বাজারে ঢোকাই যাচ্ছিল না প্রায়। শিলিগুড়ির ফলের বাজারেও আজ ভীড় প্রচণ্ড ফলের দামও আকাশছোয়া। সব মিলিয়ে জামাইষষ্ঠীতে আজ শিলিগুড়ি যেন তার পুরানো আমেজ ফিরে পেল।