বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ

আজিম শেখ, রামপুরহাট , বীরভূম: বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ। ১১৯০০ কেজি। অ্যামোনিয়া নাইট্রেট সহ ৮০ হাজার ডিটোনেটর উদ্ধার হয়।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেআইনি পাথর খাদান গুলোতে যাচ্ছিল এই বিস্ফোরক। খবর পেয়ে পুলিশ সেগুলি উদ্ধার করে। দিন কয়েক ধরেই বীরভূম পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালাচ্ছে। আর সেই অভিযানে সুতলি বোমা ও সকেট বোমার পর এবার ডিনামাইট বোমা তৈরির বিপুল পরিমান বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ।

    উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে ১১৯০০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট ও ৮০ হাজার ডিটোনেটর, যা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ।

    মঙ্গলবার বীরভূমের রামপুরহাট থানার বড়জোল গ্রাম সংলগ্ন একটি কালভার্টের কাছে একটি গুদাম ঘর থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী গুলি উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ গুদাম মালিকের খোঁজ চালাচ্ছে।