চলতি মাসে কৃষকবন্ধু প্রকল্পে মোট অন্তর্ভুক্তির সংখ্যা পৌঁছতে চলেছে ৯০ লাখে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি মাসে কৃষকবন্ধু প্রকল্পে মোট অন্তর্ভুক্তির সংখ্যা পৌঁছতে চলেছে ৯০ লাখে। কৃষিজীবীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে জুন থেকেই।

    কৃষিদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত কৃষকবন্ধু খাতে ২২১০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। নতুন যোগ হওয়া উপভোক্তাদের জন্য আরও প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে। নবান্নের অভিযোগ, গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার একাধিক কৃষি প্রকল্প বন্ধ করে বিপাকে ফেলেছে বহু কৃষিজীবীকে। সেখানে কৃষকদের আর্থিক সহায়তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজ্যের খরচে এই কৃষকবন্ধু প্রকল্প চালাচ্ছেন।