টোটো চালকদের উদ্যোগে রক্তদান স্বাস্থ্যপরীক্ষা শিবির

সেখ সামসুদ্দিন, ২ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ব্লকের পাল্লারোড স্টেশন টোটো চালকদের উদ্যোগে স্টেশন চত্বরে লালবাহাদুর শাস্ত্রী ও গান্ধীজির জন্মদিবসে টেরেসা হসপিটালের সহযোগিতায় রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজিত হয়। আয়োজকদের তরফে ইন্দ্রণাথ পাল, বিমল ঘোষরা জানান টেরেসা ওম ব্লাড স্টোরের সহযোগিতায় শিবিরে ৩০জন রক্তদান করেন। এদিন পরিবহণ ব্যবস্থাকে সচল রেখেই রক্ত দেন টোটোচালকরা।