টোটচালক অমরজিতের প্রজাতন্ত্রদিবস পালন

সুফি রফিক উল ইসলাম: মেমারি : ২৬ জানুয়ারি
পূর্ব বর্ধমান জেলার মেমারির হাটপুকুর, কৃষ্ণবাজার, কলেজ রোডের নিকট বসবাসকারী টোটচালক অমরজিত রায় দীর্ঘদিন ধরে প্রজাতন্ত্রদিবস এবং স্বাধীনতা দিবস ২৬ শে জানুয়ারি এবং ১৫ই আগষ্ট একান্ত ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব স্বকীয়তায় ঐকান্তিকভাবে পালন করে চলেছেন।দীর্ঘ প্রায় আঠারো-কুড়ি বছর ব্যাপী এক‌ই উদ্যমে তিনি এই মহতী দুটি দিনকে যথাযথ মর্যাদায় পালন করে চলেছেন। প্রথমে রিক্সাচালক হিসাবে তাঁর এই পথ চলা শুরু হয়, বর্তমানে তিনি টোটোচালক। কিন্তু তাঁর প্রয়াসের কোনো ছেদ নেই,ব্যতিক্রম ছিল কোভিদ-করোনার দুটি বছর।বসে আঁকা প্রতিযোগিতা, ক্যুইজ প্রভৃতির সঙ্গে ছোট ছোট শিশুদের খাতা, পেনসিল,রবার,কলম, চকোলেট প্রভৃতি প্রদানের সঙ্গে সবার জন্য মিষ্টিমুখ করানো, এমনকি জলখাবারের ব্যবস্থাও থাকতো। শৈশবে মাতা-পিতাকে হারানো স্বদেশপ্রেমী অমরজিত দেশমাতৃকার সেবা করে চলেছেন নিজের মতো করে এভাবেই। রোহিত কুমার সাউ, বিট্টু শর্মা,পিন্টু কুমার সাউ প্রমুখ কয়েক জন তরুণ তারুণ্যের দীপ্তি নিয়ে অমরজিত রায়কে এই মহতী কর্মকাণ্ডে ঐকান্তিক সহায়তা করে চলেছেন, সঙ্গে রয়েছে পাড়া-প্রতিবেশীগণের অল্প-বিস্তর সহযোগিতা। অমরজিতবাবুর নিকট হতে আরো জানা যায় এবছর সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্রদিবস এক‌ইদিনে পড়ে যাওয়ার ফলে তিনি ছোট আকারে তাঁর উদ্যোগকে পরিচালনা করেছেন। ফলে পতাকা উত্তোলন, মিষ্টিমুখ এবং ৪০০ জন শিশু শিক্ষার্থীকে খাতা ও কলম প্রদানের মধ্য দিয়ে প্রজাতন্ত্রদিবস পালন করেছেন।