আরো একবার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব, ছুঁলেন অনিল কুম্বলেকে

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি-

    টেস্ট ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত বেশ কিছু মহান বোলার এসেছেন যারা নিজের বোলিং আর উইকেট নেওয়ার অভূতপূর্ব সক্ষমতায় ক্রিকেট জগতে নিজের বিশেষ নাম তৈরি করেছে। এই বোলারদের মধ্যে বেশ কিছু বোলার নিজেদের নামে এত ইতিহাস হাসিল করেছে যে আজ পুরো ক্রিকেট জগত তাদের স্যালুট করে।

    এই সমস্ত বোলারদের মধ্যে এমন বোলারও অনেকে আছেন যারা এক ইনিংসে না শুধু ৫ বরং ৮ বা ৯ উইকেট নিজেদের নামে করেছেন। কিন্তু এদের মধ্যেই এমন বোলার খুবই কম রয়েছে যারা এক ইনিংসে সমস্ত ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব করে দেখিয়েছেন।

    যতদূর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপার তো টেস্ট ক্রিকেটের এই ইনিংসে সমস্ত ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব ভারতের তারকা স্পিন বোলার অনিল কুম্বলে আর ইংল্যাণ্ডের প্রাক্তণ স্পিন বোলার জিম লেকারই করে দেখিয়েছিলেন।

    এখন বর্তমান সময়ে যদি কোনো বোলার এক ইনিংসে সমস্ত ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে তো স্বাভাবিকভাবেই মনে জিম লেকর আর অনিল কুম্বলের নামই আসে।

    এভাবেই আরো একবার অনিল কুম্বলে আর জিম লেকারের এই ইনিংসে ১০ উইকেট নেওয়ার সেই অবিশ্বাসনীয় রেকর্ডের স্মৃতি তাজা হয়ে গিয়েছে।

    শ্রীলঙ্কার তরুণ স্পিন বোলার মালিন্ডা পুষ্পকুমারা রবিবার শ্রীলঙ্কার এক ক্লাব ক্রিকেটে এক ইনিংসে সমস্ত ১০ উইকেট নেওয়ার বড়ো কৃতিত্ব করে দেখিয়েছেন।

    কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে খেলা মালিণ্ডা পুষ্পকুমারা রবিবার দুর্দান্ত বোলিং করে সেরেন্স স্পোর্টস ক্লাবের সমস্ত ১০ উইকেট নিজের নামে করেন। পুষ্পকুমারা ১৮.৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ১০ উইকেট হাসিল করেন।