ধ্বস কে উপেক্ষা করে সিকিমে পর্যটকের সমাগম

 

    নিজস্ব সংবাদদাতা: বর্ষার শুরু থেকেই সিকিমের বিভিন্ন এলাকায় ধ্বস নেমেছে, পরিবহনের হাল বেহাল পর্যায়ে চলে গিয়েছে। সিকিমের রাস্তা গুলি ধ্বসের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও সিকিমের পর্যটকদের আনাগোনা কমছে না। সিকিম পর্যটকদের ভিড়ে ঠাসা, এবার দার্জিলিং কে পেছনে ফেলে দিয়ে সিকিমে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়েছে। সিকিমের যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, শৈলশহর দার্জিলিং কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। সে কারণেই হয়তো পর্যটকদের অন্যতম প্রধান ডেস্টিনেশন সিকিম। তবে সামনেই রয়েছে শারদ উৎসব সেই কারণে দার্জিলিং এই উৎসবকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে, নিজেদের ব্র্যান্ড হিসেবে মেলে তুলতে চাইছে দার্জিলিং।

    বর্ষা শুরু থেকেই সিকিম গামী বিভিন্ন রাস্তায় ধ্বস নেমেছে। কখনো 10 নম্বর মাইল কখনোবা 20 মাইল কখনো বা 29 মাইল এ, শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে সময় লেগে যাচ্ছে 6 থেকে 7 ঘণ্টা। এত অসুবিধার পরেও পর্যটকের সমাগম সিকিমে দেখা যাচ্ছে।

    পরিকাঠামোর দিক থেকে দার্জিলিং সিকিম থেকে অনেকটাই পিছিয়ে। সিকিমে পর্যটকদের থাকার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এই বিষয়ে পর্যটকরা জানাচ্ছেন শৈলশহর দার্জিলিং এবং সিকিম উভয়ের প্রাকৃতিক দৃশ্য অপরূপ। তবে সিকিমের পরিকাঠামোগত উন্নয়ন দার্জিলিংয়ের থেকে অনেকটাই বেশি।