বেঙ্গল সাফারি পার্কে অ্যাডভেঞ্চার গেম উপভোগ করতে পারবেন পর্যটকরা

শিলিগুড়ি: শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক বর্তমানকালে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার এই সাফারি পার্কে নতুন সংযোজন হবে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর। 15 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে পর্যটকরা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর আনন্দ নিতে পারবেন বেঙ্গল সাফারি পার্কে। পর্যটকদের জন্য অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং এর সুবিধা রয়েছে।

    বার্মা ব্রিজ অ্যাডভেঞ্চার গেম এর মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা। দুই দিকে দড়ির উপর ভর দিয়ে দড়িতে পা রেখে সেতু অতিক্রম করতে হবে পর্যটকদের। এই অ্যাডভেঞ্চার গেমটির নাম বার্মা ব্রিজ। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই অ্যাডভেঞ্চার গেম।

    এছাড়া আরো একটি অ্যাডভেঞ্চার গেম উপভোগ করতে পারবেন পর্যটকরা। ঝুলন্ত দড়ির মাধ্যমে সেতু এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে। উভয় ক্ষেত্রে মাটি থেকে 60 ফুটের দূরত্ব হবে ব্রিজ দুটির। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে অ্যাডভেঞ্চার চলাকালীন কোন দুর্ঘটনা না ঘটে।

    সংশ্লিষ্ট বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মনোরঞ্জন দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এডভেঞ্চার প্রিয় পর্যটকরা বেঙ্গল সাফারি পার্কের ভিতর যাতে ক্যাম্প করতে পারেন এইরকম চিন্তাভাবনা নেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে রয়েল বেঙ্গল টাইগার শীলার শাবকরা খুব দ্রুত পর্যটকদের কাছে আকর্ষণীয় উঠবে।