গজলডোবায় পর্যটকরা শিকারায় ভ্রমন করতে পারবেন এবার থেকে

নিজস্ব সংবাদদাতা:  কাশ্মীর মানেই ডাল লেকে শিকারায় ভ্রমন, পর্যটকরা কাশ্মীরে যান শিকারায় ভ্রমণের টানে। এবার গজল ডোবায় মিলবে শিকারায় ভ্রমণের সুযোগ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের তরফ থেকে পর্যটকদের জন্য এই সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।

     

     

    তবে শিকারা রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই, অন্যান্য সুযোগ-সুবিধা গুলি উপভোগ করতে পারবেন পর্যটকরা। গজলডোবায় ভোরের আলোতে গেলে ইচ্ছে করলে পর্যটকরা ভ্রমন করতে পারবেন শিকারায়। সংস্থার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, অভিজ্ঞ মাঝিদের দিয়ে চালানো হবে শিকারা। পর্যটকদের জন্য নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে।