টাইগার হিলে সূর্যোদয়ের নস্টালজিক অনুভূতি অনুভব করতে পর্যটকদের ভিড়

নিজস্ব সংবাদদাতা :দুর্দান্ত আবহাওয়া দার্জিলিং এ, অনেকেই প্রচন্ড গরমের হাত থেকে সাময়িক মুক্তি পেতে পারি দিচ্ছেন শৈল শহর দার্জিলিং। সূর্যোদয় দেখতে টাইগার হিলে অগণিত জনসমাবেশ দেখা যাচ্ছে। সূর্যোদয় মুহূর্তের ছবি ক্যামেরার লেন্সে বন্দি করতে রীতিমত ব্যস্ততা। দক্ষিণবঙ্গের প্রবল গরম কিছু সময় মুক্তি পেতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন দার্জিলিং এ, এখানেই নয় আশেপাশের রাজ্য থেকেও অনেকেই আসছেন। বেলা যতো বাড়ছে রাস্তাঘাটে পর্যটকদের আনাগোনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে টাইগার হিলের সূর্যোদয় দেখতে পর্যটকদের ভিড় সব থেকে বেশি দেখা যাচ্ছে। টাইগার হিলির এক চা কফি বিক্রেতা জানিয়েছেন, বর্তমানে দার্জিলিং এ পর্যটকদের মাত্রা অতিরিক্ত ভিড়, সেই কারণে দুই ঘণ্টার মধ্যে ৩০০ এর বেশি কাপ চা বিক্রি হয়েছে। টাইগার হিলের পাশাপাশি শহর দার্জিলিঙেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মহাকাল মন্দিরে পুজো দিতে যাচ্ছেন অনেকেই। রেস্তোরাঁ ক্যাফে গুলির সামনে থাকছে লম্বা লাইন। এমনকি বিদেশ থেকেও আসছেন পর্যটকরা। জমজমাট দার্জিলিং ।