|
---|
শিলিগুড়ি: জাঁকজমকের সঙ্গে দেশ ও বিদেশে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা । বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেজে উঠছে শিলিগুড়ি ও পাহাড়ের বুদ্ধমঠ গুলো। বুদ্ধ পূর্ণিমার ঠিক আগের দিন শিলিগুড়ি সালুগারার ইওয়াম ইন্ডিয়া মনেস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজে দেখা গেল স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ঢল।
অপরূপ মনোরম পরিবেশ ও পাহাড়ের কোলে বেঙ্গল সাফারির ঠিক পেছনেই এই মঠটি স্থাপিত হয় ২০১৯ সালে। তারপর থেকেই বুদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি গৌতম বুদ্ধের অনুরাগীদের পীঠস্থান হয়ে উঠেছে এই মঠ।
এই মঠকে কেন্দ্র করেই পর্যটন ব্যবসার দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে বলেই স্থানীয়দের মত । বিশাল আকৃতির মন্দিরের মধ্যে গৌতম বুদ্ধের বিশাল মূর্তি ও মন্দিরের ভেতর ও বাইরে অপরূপ কারুকার্য দেখে অবাক সকলেই।
রবিবার ছুটির দিন স্থানীয়দের পাশাপাশি মঠ দর্শনে দেখা যায় দক্ষিণবঙ্গ , শিলং সহ বেশকিছু জায়গার পর্যটকরা ভিড় জমিয়েছে মঠে । মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী জানান , প্রতিদিনই প্রায় প্রচুর পর্যটকদের সমাগম ঘটে সালুগারার এই বুদ্ধ মঠে। পাশাপাশি মঠের অপরূপ দৃশ্য দেখে ফের মন্দির দর্শনে আসার ইচ্ছা প্রকাশ করলেন অনেকেই। এবং আগামীকাল বুদ্ধপূর্ণিমা তার ফলে আরো বেশি ভক্তদের সমাগম হতে পারে মঠে বলে আশা করেছে সকলে।