|
---|
নিজস্ব সংবাদদাতা : শুধু পাহাড় নয় ,ডুয়ার্স ও এবারে নেমেছে পর্যটকদের ঢল । গত দুই বছর করোনা এর কারণে পর্যটকদের আনাগোনা হয়নি।এবারে পর্যকদের জোয়ার পাহাড়ের সাথে ডুয়ার্সও।
সরকারি বেসরকারি বাংলো, homest গুলিতে তিল ধরনের জায়গা নেই। পর্যটন ব্যবসায়ীরা তাই পরামর্শ দিয়েছেন আগে থেকেই হোটেল রিসোর্ট হোমস্ট গুলি বুকিং করে নেওয়ার। জলদাপাড়া, গরুমারা সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে পুজো উপলক্ষে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের কথা মাথায় রেখে জলদাপাড়াতে হাতে সাফারির সংখ্যা বাড়ানো হয়েছে। করোনা আবহাওয়া কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে পর্যটন ব্যবসা।