|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: দীর্ঘ প্রায় দুই বছর ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে আবারও গ্রাম বাংলায় শুরু হলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সম্প্রীতি আজ ডায়মন্ড হারবার ১নং ব্লক অন্তর্গত রামগবিন্দ পুর আঞ্জুমান সমিতির পরিচালনায়,পারুলিয়া রমগোবিন্দ পুর পার্শ্ববর্তি মাঠে সারা বাংলা ধাপাস বল উৎসবের আজ শুভ সূচনা হলো।
উক্ত স্থানে উপস্থিত ছিলেন ডা: হা: ১নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী,টাউন তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার,বিশিষ্ঠ সমাজসেবী ড: ইয়ার নবী গায়েন,হরিণডাঙ্গা অঞ্চলের প্রধান তাপস,এ ছাড়াও হরিণডাঙ্গা অঞ্চল তৃনমূল যুব সভাপতি তথা উপপ্রধান মিজানুর শাহ সহ রমগবিন্দ পুর আঞ্জুমান সমিতির গুরুত্বপূর্ন বিশিষ্ট সদস্যবৃন্দ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।যুব সভাপতি গৌতম অধিকারী বলেন খেলা উৎসব উপলক্ষে এই মেলা,মেলা মানেই মিলনক্ষেত্র,সেই মিলন ক্ষেত্রে এলাকার মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটাতেও গ্রামীণ এলাকার মেলা ও সম্প্রীতি রক্ষায় ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পারুলিয়া রামগবিন্দ পুর আঞ্জুমান সমিতির পরিচালনায় এই অনুষ্ঠান হয়।