|
---|
উত্তরবঙ্গ: মাঝপথে বেলাইন স্টিম ইঞ্জিন চালিত খেলনা গাড়ি, শুক্রবার দুপুর ৩:৪০ নাগাদ শুকনা রংটং এর মধ্যবর্তী ১৪ মাইল এলাকায় লাইনচ্যুত হয়ে যায় স্পেশাল জয় রাইড। সবকিছু ঠিকঠাক করতে দেড় ঘণ্টা সময় লেগে যায়।
শিলিগুড়ি থেকে একটি ব্রেক ভ্যান ঘটনাস্থলে গিয়ে মেরামতির কাজ করে। শিলিগুড়ি জংশন থেকে রংটন পর্যন্ত সবুজে গালিচার সৌন্দর্য উপভোগ করতে জয়রাইড চালু করা হয়েছে । এদিন পর্যটকদের একটি পরিবার গোটা ট্রেন বুক করে। স্টিম ইঞ্জিন এর সাথে ভিস্তাডোম ধাঁচের কোচ নিয়ে জংশন থেকে রংটং এর উদ্দেশ্যে রওনা হয় জয়রাইড। কিন্তু মাঝ পথেই নামে বিপত্তি, বেলাইন হয়ে যায় টয় ট্রেন, ছন্দপতন ঘটে।
হিমালয়ান রেলওয়ে সূত্রে জানানো হয়েছে কংক্রিটের রেললাইনে ট্রায়াল রান না করার কারণে এই বিপত্তি। অনেকেই এর পিছনে হিমালয়ান রেলওয়ে উদাসীনতাকে তুলে ধরেছেন। সংশ্লিষ্ট জায়গায় রাস্তার বিশেষ কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়, তারপর রেললাইনে তোলা হয় টয় ট্রেন। এরকম বিপত্তি ঘটলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হারানোর আশঙ্কা রয়েছে।