|
---|
নিজস্ব সংবাদদাতা : আর অপেক্ষার কিছু ঘন্টা তারপরে আবার চালু হবে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন চালু হবে।এবার পর্যটকদের জন্য থাকছে বাড়তি চমক, এসি কোচে এবার থেকে পর্যটকরা চড়তে পারবেন।
এই মাসের গোড়ায় ধসের কারণে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।পুজোর আগে বন্ধ হয়ে যাওয়ার কারণে পর্যটকদের মুখ ভার হয়ে যায়।তবে সমস্ত বিপর্যয় কাটিয়ে আবার টয় ট্রেন পরিষেবা চালু হবে।পর্যটকদের মধ্যে খুশির হাওয়া।