|
---|
রহমতুল্লাহ সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘীর বালাগাছিতে ট্রাকের সঙ্গে বাইকের ভয়াবহ দুর্ঘটনা, বালিয়া থেকে ডিহিবরজ যাচ্ছিলেন দুই বাইক আরোহী হঠাৎ তাদের উল্টো দিক থেকে আসা ট্রাক এর সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চাল কসহ তার সঙ্গী দুজনেরই মাথায় ফেটে যায় এবং গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গেই মিলে যায় এক ডেলিভারী পেসেন্ট কে আনতে আসা এম্বুলেন্স এবং তড়িঘড়ি সেই অ্যাম্বুলেন্সে ডেলিভারি প্রেসিডেন্টে না নিয়েই গুরুতর আহত দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আহত দুই ব্যক্তির নাম তারিকুল ইসলাম(১৮) ও রসুল সেখ (১৫) খবর সূত্রে জানা যায় আহত দুজনেরই বাড়ি ইসলামপুরে বালিয়া থেকে কাজ সেরে তারা ইসলামপুর এর দিকে রওনা হচ্ছিল সে সময় দুর্ঘটনাটি ঘটে, ট্রাকচালক পলাতক।