মুরারই থেকে জঙ্গিপুর রোড এ ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা টোটোর সংঘর্ষ

আসিফ আলম , মুর্শিদাবাদ :

    যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যাপকভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ নামে প্রচার অভিযান চালাচ্ছে সে সময় আমাদের সমাজে কিছু ড্রাইভার বেপরোয়া গাড়ি চালিয়ে আমাদের সমাজকে নষ্ট করছে।
    আজ 12 নাগাদ সময়ে একটি ট্রাক্টর একটি টোটো গাড়িকে ধাক্কা মারে! যদিও ড্রাইভার কোন রকমে বেঁচে যায় কিন্তু টোটোর সামনের অংশটি নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার হিয়াতনগর মোড়ের কাছে। মুরারই টু জঙ্গিপুর রোড এ মুরারই এর দিক থেকে আসা একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা টোটো গাড়িটিকে ধাক্কা মারে। এর ফলে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়।