ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের লক্ষ্য খড়্গপুরে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ দিনের শিল্প ও বানিজ্য মেলা

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এম এস এম ই মন্ত্রকের উদ্যোগে এম এস এম ই ভেন্ডার ডেভেলপমেন্টের জন্য খড়্গপুরে অনুষ্ঠিত হতে পাঁচ দিনের মেগা ট্রেড ফেয়ার। আগামী ১৪ থেকে১৮ ডিসেম্বর ২০২৩ খড়্গাপুর কলেজ গ্রাউন্ডে এই বিশাল শিল্প ও বানিজ্য মেলা অনুষ্ঠিত হবে। কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ,খড়্গপুর চেম্বার অফ কমার্স এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স এই মেলা আয়োজনে সবরকম সহযোগিতা করবে। খড়্গপুরে এই মেলার আয়োজন করা হচ্ছে কারণ এই জায়গাটি রাজ্যের অন্যতম শিল্পোন্নত ও শিল্প সম্ভাবনাময় এলাকা। আয়োজকদের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য গুলো জানানো হয়।

    এদিনের সাংবাদিক সম্মেলনে ম্যানুফ্যাকচারিং এবং এমএসএমই কমিটির সহ-চেয়ারপার্সন এবং দাত্রে কর্পোরেশনের সিইও ইন্দ্রনীল দত্ত বলেন, এই বণিজ্যমেলা এমএএসএমইগুলির জন্য বিরাট সুযোগ নিয়ে আসবে। বৃহৎ নির্মাতা এবং পিএসইউগুলির সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসার উন্নতির জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম প্রদান করবে৷।জিজিএস এর স্বত্বাধিকারী ও বিসিসিআই এর সদস্য সুপ্রিয় ঘোষ ও গিরিশ চন্দ্র ঘোষ বলেন , ছোট এমএসএমই এর পক্ষে বড় নির্মাতাদের কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন, এই বাণিজ্য মেলা এম এস এম ই গুলির নেটওয়ার্কিংয়ের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করবে।

    এমএসএমই-ডি এফ ও এর দুর্গাপুর শাখার জেটি ডিরেক্টর এবং অফিসের প্রধান প্রদীপ কুমার দাস বলেন এম এস এম ই মন্ত্রক পশ্চিমবঙ্গে এম এস এম ই শিল্পকে উৎসাহিত করতে আগ্রহী৷ তিনি বলেন, সরকার পিএসইউ হলো এম এস এম ই-এর জন্য প্রধান সংগ্রহের উৎস। এই মেলার মাধ্যমে মন্ত সরকারি দপ্তর স্কিম ও নীতি সম্পর্কিত তথ্য প্রচার করতে চায়। তিনি আরও বলেন,সারা দেশে পশ্চিমবঙ্গ এমএসএমই ব্যবসায় প্রথম রাজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংবাদিক সম্মেলনে এঁরা ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল চন্দন রায়। খড়গপুর চেম্বার অফ কমার্সের সভাপতি মহিন্দ্র গান্ধী।বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দায়মা প্রমুখ।