|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বুধবার ডোমকল মহকুমায় ট্রাফিক গার্ড এর শুভ সূচনা করলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার ও এসডিও সন্দীপ কুমার ঘোষ ফিতে কেটে ট্রাফিক গার্ডের সূচনা করলেন এদিন ডোমকল এসডিপিও অফিসে ট্রাফিক কন্ট্রোল করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান যে প্রাথমিক ভাবে ডোম কল পৌরসভার এরিয়া থেকে কাজ শুরু হচ্ছে মোট ১০ টি জাগায় ট্রাফিক ব্যবস্থা শুরু করা হলো ।এর জন্য ৪০ জন সিভিক ভলেন্টিয়ার ও ২ জন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। ট্র্যাফিক ইনচার্জ বাদিউজ জামান এ এস এই ।
আমাদের বলে জানান এস তবে এবার হয়তো ডোম কল বাজার রাস্তায় অনেক ভির কমবে বলে মনে করছেন।এদিন সেভ ডাইভ সেভ লাইফ এর বার্তা দেন পথ চলতি সাধারণ মানুষকে ট্রাফিক পুলিশ এর মাধ্যমে ।উপস্থিত ছিলেন লালবাগ অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার,ডোম কল এসডিও সন্দীপ কুমার ঘোষ ও ডোম কল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর।