রাস্তা যানজট মুক্ত করতে অবৈধ গাড়ি সরানো থেকে যান আটক শিলিগুড়ি ট্রাফিক পুলিশের

শিলিগুড়ি: শিলিগুড়ি শহর জুড়ে ক্রমাগত বেড়েই চলেছে যানজট সমস্যা । এই যানজট সমস্যার মূল কারণ হল বৃদ্ধি পাওয়া গাড়ির সংখ্যা ও অবৈধভাবে যেখানে সেখানে পার্কিং। শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে বারবার দেখা গেছে মানুষকে সচেতন করতে । তবু অনেক অসচেতন মানুষ রয়েছে যারা প্রশাসনের সচেতন মূলক বার্তাকে উপেক্ষা করেই রাস্তায় অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে রাখে ।

    শিলিগুড়ি আদালত , শিলিগুড়ি পুরনিগম , প্রধান ডাকঘর ও শিলিগুড়ি জেলা হাসপাতাল এই রাস্তা হয়েই পৌঁছাতে হয় সাধারণ মানুষদের । তবে দেখা যায় সেই রাস্তার দু’পাশ দিয়ে সাদা দাগের বাইরে অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর ফলে বিশাল প্রচন্ড যানজটের সৃষ্টি হয় সেই রাস্তায় । রাস্তা যানজট মুক্ত করতে সেখানে উপস্থিত হয় শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক পুলিশ কর্তা । সরিয়ে দেয় অবৈধ গাড়ি । পার্কিং করা গাড়ির মালিকদের সচেতন করা হয় ও আটক করে দু’চাকার যান ।