ট্রাফিকিং সারভাইভার, টাইগার উইডো, রেপ , ডোমেস্টিক ভায়োলেন্স ,অ্যাসিড এটাক এর শিকার দুই শতাধিক মহিলাদের কর্মশালা   

বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা  :হয়েছেন এরকম দুইশত সহায়হীন প্রান্তিক মহিলাদের নিয়ে পরিবেশ কে বাঁচিয়ে জীবিকা অর্জনের এক সচেতনতা শিবির আয়োজিত হলো সম্প্রতি রোটারী ক্লাব অফ কলকাতা সাউথ সারকেল এর উদ্যোগে ۔ গাছ লাগিয়ে ও সঠিক প্রতিপালন করে কি ভাবে জীবিকা অর্জন করা যায় এই বিষয়ে আলোচনা করা হয় ۔জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে

    দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী বিধানসভা এলাকায় সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দুইটি করে নারকেল গাছ এবং একটি করে মেহগনি/ শিশু গাছ এর চারা ۔মোট পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ করা হয় । কুলতলী ব্লকের তিনটি এনজিও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ,যাদের মাধ্যমে এই মহিলারা যোগদান করেন । এমনিই উপহার রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সার্কেলের কাছ থেকে পেয়ে তারা অঙ্গীকার করেন যে এই গাছ গুলিকে তারা সন্তানসম পালন করবেন ,যাতে এই গাছ গুলির মাধ্যমে তারা তাদের আগামী দিনের জীবিকা অর্জনের ব্যবস্থা করতে পারেন। এবং সাথে পরিবেশকে আরো কিছুটা সবুজ উপহার দিতে পারেন। রোটারির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বর্তমান ভাইস গভর্নর, ক্লাব প্রেসিডেন্ট ও অন্যান্য মেম্বাররা ۔স্থানীয় প্রশাসনের তরফে আমন্ত্রিত ছিলেন আইসি বারুইপুর ওম্যান পুলিশ স্টেশন, বিডিও কুলতলী ,এবং কুলতলী থানার একাধিক পুলিশ আধিকারিক ۔জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একাধিক এনজিওর কর্মকর্তারা ও যোগদান করেন । পরিবেশ ও জীবিকা নিয়ে রোটারী র এই প্রচেষ্টাকে সকলে সাধুবাদ জানান।