মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ১৩

নতুন গতি ওয়েব ডেস্ক: বিরাট দুর্ঘটনা, জলপাইগুড়ি জেলা পুলিশ ১৩ জনের মৃত্যু নিশ্চিত করল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর জখমদের চিকিৎসা চলাকালীন মোট ১৩ জন মৃত বলে জানাচ্ছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত পার হওয়ার কিছু আগে ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে তেমনই পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারায়। সেটি উল্টে যেতেই পিছনে থাকা দুটি যাত্রী বোঝাই গাড়ি পরপর ডাম্পারের উপর এসে পড়ে। সেই দুটি গাড়ির উপর হুড়মুড়িয়ে পাথরের স্তূপ আছড়ে পড়ে। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে দেখেন ভয়াবহ দৃশ্য। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, পুলিশ ও দমকল নেমেছে উদ্ধারে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এলাকাবাসী তীব্র ক্ষোভ দেখাতে শুরু করেছেন। ধূপগুড়ি দুর্ঘটনা প্রবণ এলাকা। কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনা সাম্প্রতিক অতীতে হয়নি।