ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের।

নূর আহমেদ, মেমারী:ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। হাওড়া বর্ধমান মেন শাখার নিমো স্টেশনের ঘটনা। বৃহস্পতিবার সকালে ১৩০৫৩ আপ হাওহা-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের সাথে সজোরে ধাক্কা লাগে। এর পর আপ লাইনের উপর তার ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে শক্তি গড় আর পি এফ ও বর্ধমান জি আর পির আধিকারিকরা ঘটনা স্থলে পৌঁছায়। বর্ধমান জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রেল পুলিশ সুত্রে খবর, আনুমানিক বছর ৫০ এর ঐ ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি রেল লাইন পারাপার হওয়ার সময় আপ হাওহা-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের সাথে সজোরে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।