|
---|
লুতুব আলি, বর্ধমান, ৬ জুন : ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অসিত কুমার চ্যাটার্জ। বালেশ্বরে বিভীষিকাময় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লক বড় শুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা শফিক কাজী। তিনি রাজমিস্ত্রি জোগাড়ের কাজের জন্য করমন্ডল এক্সপ্রেস ট্রেনে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শফিক কাজী ঘটনাস্থলেই মারা যান। মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জী এই প্রতিবেদকের কাছ থেকে নিহত শফিক কাজীর মৃত্যুর খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসিত বাবু ঘোষণা করেন নিহত শফিক কাজীর পরিবারকে তিনি এক লক্ষ টাকা দান করবেন। অসিত বাবুর এই ঘোষণার কথা শুনে শফিক কাজির স্ত্রী শিল্পী খাতুন জল চোখে বোধ সহায় বোধ করেন। মৃত শফিক কাজীর চার বছরের একটি পুত্র সন্তান আছে। উল্লেখ্য ৫ জুন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক শফিক কাজীর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে দুই লক্ষ টাকা তুলে দেন। নিশিথ কুমার মালিক বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই টাকা দেয়া হলো। তিনি আরও বলেন, আগামী ৭ জুন শফিক কাজীর পরিবারকে কলকাতায় রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে। উল্লেখ্য এ দিন ট্রেন দুর্ঘটনায় নিহত শফিক কাজীর স্মৃতির উদ্দেশ্যে ও বিশ্ব পরিবেশ দিবস কে মনে রেখে বৃক্ষরোপণ করা হয়। নেতৃত্ব দেন বিধায়ক নিশীথ কুমার মালিক। পরে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ও আহত ব্যক্তিদের দূরত্ব আরোগ্য কামনা করতে বড়শুল মিলগেট বাজারে মোমবাতি সহকারে পরিক্রমা করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নিশিথ কুমার মালিক, বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার, ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি শেখ কামরুল হাসান, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মোঃ হাবিব, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ মাহফুজ, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রমেশ চন্দ্র সরকার, শেখ রতন, শেখ নাজির, শেখ আজিম, আলমগীর হোসেন প্রমুখ।