বীরভূমের মুরারই রেলস্টেশনে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

মইদুল ইসলাম,বীরভূম, মুরারই : বীরভূমের মুরারই স্টেশনের আজ সকালে দীর্ঘক্ষন রেল অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী ছিল বালুরঘাট ট্রেনের স্টপেজ সহ স্টেশনের আধুনিকীকরণ।  এর আগেও একই দাবী জানিয়েছিল DRM মহাশয়ের কাছে।  কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে আবার রেল অবরোধ শুরু করল। সকাল ৭ টা ৪৫ মিনিটে অবরোধ শুরু হয়। এর ফলে বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাড়িয়ে পরে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিনবঙ্গের যোগাযোগের প্রধান রেলপথ এটি। অবরোধ তুলতে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করে রেল কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘক্ষন অবরোধের পর আশ্বাস পেয়ে রেল অবরোধ উঠিয়ে নেওয়া হয়। তবে দাবী পূরন না হলে আবার ও পরিবর্তিতে রেল অবরোধ করা হবে বলে জানানো হয় অবরোধকারীদের পক্ষ থেকে।