|
---|
নিজস্ব প্রতিনিধি : দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা যারা গত ছয় বছর ধরে কাঠের চেয়ার, টেবিল, আলমারি তৈরীর কাজ করছিলেন তারাই ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরী করছেন।
সপ্তাহে একদিন করে মোট তিনদিনের কর্মশালায় ২৫ জন আবাসিককে প্রশিক্ষণ দেওয়ার কর্মশালা শুরু করা হয়েছে।এই কর্মশালায় আবাসিকদের নতুন চিন্তাধারাকে উৎসাহিত করা হবে। এই কর্মশালার দায়িত্বে আছে রক্ষক ফাউন্ডেশন।
মুক্তি পাওয়ার পর আবাসিকরা যাতে সহজেই সমাজের মূল স্রোতে ফিরতে পারে তার জন্যই এই উদ্যোগ।। এই ঘর সাজানোর কাঠ হিসেবে মূলত ব্যবহার করা হচ্ছে মৃত গাছের গুঁড়ি ও ফেলে দেওয়া গাছের ডালকে।
২০১৭ সালে সংশোধনাগারের আবাসিকদের জন্য ‘জুট স্টোরি বিহাইন্ড বার্স’ বলে এক কর্মসূচী নেওয়া হয় যে কর্মসূচীতে ছয় মাস ধরে পাটের বিভিন্ন পণ্য তৈরী করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই কর্মসূচী খুবই সফলতা অর্জন করেছিল।
পাটের বিভিন্ন পণ্যের বিপুল সম্ভার বিভিন্ন প্রদর্শনী ও মেলায় বিক্রী করে বিপুল সাড়া মিলেছে।
আবাসিকদের তৈরী পাটের বিভিন্ন পণ্য প্রদর্শনী এবং বিক্রী করা হয় পার্ক স্ট্রীটের অক্সফোর্ড বুক স্টোরে।