|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের BL & LRO বদলি হয়ে যাচ্ছেন ভগবানগোলায়, শুক্রবার দপ্তরের দায়িত্ব নিলেন RO ।
নবান্নের তরফে রাজ্যের বিভিন্ন ব্লকের ভূমি দপ্তরের আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনগরের BL & LRO বিদ্যুৎ কুমার নন্দীকেও বদলি নির্দেশ দেওয়া হয়। তিনি বদলি হয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকে। এটি একটি নিয়মমাফিক বদলে বলে জানা গিয়েছে। অপরদিকে ভগবানগোলা দু’নম্বর ব্লকের ভূমি দপ্তরের নবীন সিংহ রাজনগরে BL & LRO হিসেবে যোগ দেবেন।
শুক্রবার রাজনগরে BLRO অফিসে বিদ্যুত কুমার নন্দী RO সারেন মান্ডিকে আপাতত দপ্তরের কাজের দায়িত্বভার তুলে দিলেন। দু-একদিনের মধ্যেই নতুন BL & LRO
রাজনগরে যোগ দেবেন।
বিদ্যুৎ কুমার নন্দী রাজনগরে BL & LRO হিসাবে ২০১৯ এর জুন মাসে কাজে যোগ দেন।
রাজনগরের সাধারণ মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ।
এছাড়া তার সহকর্মীরাও সহযোগিতা করে , নিজেদের কাজের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন, বলে জানিয়েছেন বিদায়ী BL & LRO বিদ্যুত কুমার নন্দী।
দপ্তরের RO সারেন মান্ডি, RO নিখিলেশ দাস , হেড ক্লার্ক তাপস সাহা বিদায়ী
BL & LRO বিদ্যুত কুমার নন্দীর ভুয়সী প্রশংসা করলেন।