|
---|
নতুন গতি: নাম শঙ্কর ভট্টাচার্য্য। থাকেন জলপাইগুড়িতে। পেশায় ছিলেন সরকারি চাকরীজীবি।তিনি এখন একটা চিন্তা করছেন। যেভাবেই হোক বঙ্গভঙ্গকে আটকাতে হবে। তাই তিনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে। তিনি তার সাথে দেখা করে বলবেন যেভাবেই হোক এই যে উত্তরবঙ্গকে আলাদা করবার চক্রান্ত শুরু হয়েছে সেটা আটকাতে।তিনি জানিয়েছেন উত্তরবঙ্গকে মুখ্যমন্ত্রী যথেষ্ট শান্তিতেই রেখেছেন তবে কেন তাকে ভাগ করা হবে? এটা একটা চক্রান্ত চলছে। একদম তৃণমূল কংগ্রেসের ভক্ত শঙ্কর ভট্টাচার্য্যের সাথে যাচ্ছেন তার স্ত্রী শিখা ভট্টাচার্য। শঙ্করবাবু জানালেন তিনি তার এই পরিকল্পনার কথা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে জানালে তারা তাকে উৎসাহ দিয়েছেন।এবং রাস্তায় তার যাতে কোন অসুবিধা না হয় সেটার ব্যাবস্থা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি লাগানো গেঞ্জী পড়ে সাইকেল করে শঙ্করবাবু রওনা দিয়েছেন।তিনি জানালেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেই তিনি বলবেন তিনি বঙ্গভঙ্গকে আটকে দেন।তবে তার সেটাই হবে বড় জয়।