সবুজ সচেতনতার বার্তা মানুষের দ্বারে পৌঁছে দিতে এগিয়ে এলেন জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের সদস্যরা

নতুন গতি নিউজ ডেস্ক :দূষণ কিমবা ভূমিক্ষয় প্রকৃতির একমাত্র ওষুধ সবুজ।সবুজের জন্য যখন দিকে দিকে আন্দোলন গড়ে উঠছে ঠিক সেই মুহুর্তেই আম্ফানের প্রবল তান্ডব দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ।আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাছ।ভেঙে পড়েছে অজস্র গাছ।উপড়েছে বহু প্রাচীন গাছ।এবার সবুজ সচেতনতার বার্তা মানুষের দ্বারে পৌঁছে দিতে এগিয়ে এলেন জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের সদস্যরা।সামাজিক দূরত্ব বজায় রেখে ফেসবুক গ্রুপটির পক্ষ থেকে সবুজ বৃদ্ধির লক্ষ্যে আজ ৫০০ বৃক্ষরোপণ করা হল হাওড়া আমতার বিনলা কৃষ্ণবাটি এলাকায়।

    সংগঠন সূত্রে খবর,আগামী বেশ কয়েকমাসের মধ্যে জেলার বিভিন্ন প্রান্তে মোট ১০ হাজার চারাগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থার এক কর্তা জানান,ফেসবুক গ্রুপকে কেউ ব্যবহার করেন বিনোদনের স্বার্থে আবার কেউ বন্ধুত্বের প্ল্যাটফর্ম হিসাবে।তবে আমাদের গ্রুপের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।আমাদের সামাজিক কর্মকান্ডের মধ্যে বৃক্ষরোপণ অন্যতম।শুধু গাছ রোপণ নয় তার পরিচর্যাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেই দিকেও নজর রাখা হয়।

    উল্লেখ্য ফেসবুক গ্রুপের এক সদস্য জানান, অন্যান্য বছর ঘটা করে পদযাত্রা মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে সরকারি বিধি নিষেধ মেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে এই গ্রুপের সদস্যরা জয়পুর থানা বেশ কয়েকটি গাছ রোপন করার পাশাপাশি জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস নস্করের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন গ্রুপের সদস্যরা।