|
---|
নিজস্ব সংবাদদাতা: খড়গপুর ২ ব্লকের অন্তর্গত মাদপুর চক্রের উত্তর সিমলা প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ মর্যাদার সঙ্গে 76 তম স্বাধীনতা দিবস পালিত হলো। 75 তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষ রোপন ও শিশুদের মধ্যে চারাগাছ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দাস বলেন বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, গ্রাম শিক্ষা কমিটির সদস্যগণ ও গ্রামবাসীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন,প্রভাত ফেরী, বৃক্ষ রোপন সহ শিশুদের মধ্যে শিশুদের মধ্যে চারাগাছ বিতরণের মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেহেতু পুরো দেশে 75 তম বর্ষপূর্তি মহা সমারোহে পালিত হচ্ছে তাই আমরা চেয়েছিলাম এই পবিত্র দিনে শিশু সহ গ্রামবাসীদের মধ্যে সবুজের বার্তা পৌঁছে দিতে।
বিদ্যালয়ের সহ শিক্ষক সেক আসেকুল রহমান বলেন আজকের এই পুরো কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণের কর্মসূচি গৃহীত হওয়ার পরে শিক্ষক ও সমাজসেবী মৃত্যুঞ্জয় সামন্ত ও মণিকাঞ্চন দার সহযোগীতায় বন দপ্তর থেকে চারাগাছ সংগ্রহ করে শিশুদের মধ্যে বিতরণ করা হয়।