আন্তর্জাতিক অরণ্য দিবসে বৃক্ষ রোপণ করে ভোটের প্রচারে তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস

কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং:১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস।রবিবার আন্তর্জাতিক অরণ্য দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপণের মাধ্যমে ভোটের প্রচার শুরু করলেন।পাশাপাশি সাধারণ মানুষজন কে তিনি সচেতন করে তুললেন অরণ্য একমাত্র মানব সভ্যতার সম্পদ সে বিষয়ে।একটি গাছ একটি প্রাণ।সুন্দরবনের আগাধ অরণ্য অসংখ্য নদী মাতৃক এই অঞ্চলকে সর্বত্র শোভাময় করে রেখেছে।সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বারে বারে এখানে ছুটে আসেন দেশ বিদেশের প্রাকৃতিক প্রেমিকরা।আর সেই আন্তর্জাতিক অরণ্য দিবসে নিকারীঘাটা অঞ্চলের বেশকিছু এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে অভিনব ভাবে ভোট প্রচার করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস।এবারের নির্বাচনে এই কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্নব রায়,কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী প্রতাপ চন্দ্র মন্ডল,এসইউসিআই প্রার্থী নারায়ণ নস্কর।তবে এই কেন্দ্রে ভোট প্রচারে কয়েক কদম এগিয়ে তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস।

    ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস বলেন ‘আজ আন্তর্জাতিক অরণ্য দিবস।আর সেই কারণে এমন সুন্দর দিনে নিজেই বৃক্ষ রোপণ করে মানুষ কে এ বিষয়ে সচেতন করে তোলার প্রয়াস।আর এই কেন্দ্রে ৬ এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে।মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি,মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে।জয়ের ব্যাপারে একশো শতাংশ আমি আশাবাদী।শুধু এই কেন্দ্রে নয় সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে এবং তৃতীয় বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশেষ কিছু কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি মানুষের থেকে জানতে চায় তাদের সমস্যার কথা। সে সমস্যা সমাধানের আশ্বাস দেন আগামী দিনে এই কাজগুলো সম্পন্ন করতে চাই আমি। বলেন ক্যানিং পশ্চিম পার্থী পরেশ রামদাস।