|
---|
নতুন গতি ডেস্ক: জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা করতে উদ্ভিদ সংরক্ষণ করা অপরিহার্য। সেই কাজ অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সোমবার অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত এর কর্ণধার মাওলানা আব্দুল মাতিন সাহেবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার হাদিপুর ঝিকরা গ্রাম পঞ্চায়েতের হাদিপুর গড়ে।
বিশিষ্টজনের মধ্যে উপস্থিত জেলা পরিষদের পূর্ত ও পরিবহনে স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী বলেন আমাদের রাজ্য সর্বক্ষেত্রে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলেছে, ঠিক সেই রকম ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সারা বছরই প্রচুর সংখ্যক গাছ লাগানোর কর্মসূচি পালন করা হয়। জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ তাঁর বক্তব্যে জেলার বৃক্ষরোপণে খতিয়ান তুলে ধরেন। একইসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে প্রচুর সংখ্যক গাছ লাগানো হচ্ছে পুরো জেলা জুড়ে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পরিবেশ সচেতনতা ও বৃক্ষ রোপন কর্মসূচিকে সাধুবাদ জানান ফারহাদ সাহেব। অনুষ্ঠানের আয়োজক মাওলানা আব্দুল মাতিন সাহেব নিজের বক্তব্যের মধ্যে সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ নাগরিকদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি এলাকার সার্বিক উন্নতিতে বর্তমান সরকারের কাজের খতিয়ান তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, মাওলানা কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য ঊষা দাস প্রধান হারান দাস, সাহাবুদ্দিন, মৌমিতা কাহার, সুব্রত কৃষ্ণ, আব্দুল হাকিম, আসাদুল ইসলাম, আশিক বিল্লা প্রমুখ।