জীবকুলকে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
মানব জাতি হিসাবে থাকতে ও একটি রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধিতে সাধারণ নাগরিক হিসেবে বেঁচে থাকতে আমাদের চারিপাশে অবশ্যই গাছ থাকতে হবে। চলুন আমাদের পরিবেশ আমরাই করি রক্ষা,বিশ্ব উষ্ণায়ন এর হাত থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে ও করোনামুক্ত পৃথিবী গড়াল লক্ষে
আজ ২৪.০৯.২০২১ তারিখে কুলতলী পঞ্চায়েত সমিতির উদ্যোগে, সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলির কৈখালী রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন সমস্ত নদী বাউন্ডারিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলী বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল কুলতলী B D.O সাহেব বীরেন্দ্র অধিকারী, কুলতলী থানার IC অর্ধেন্দু দে সরকার সহ কুলতলী তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব । এমন উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানায়।