|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির পুরসাতে সম্বর্ধনা দেওয়া হল বীরভূমের লড়াকু নেতা কাজল সেখকে। এদিন পুরসার তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের স্মারক ফুল ও উত্তোরিও দিয়ে বরন করে নেন তৃণমূলের নেতা কর্মীরা। জানা গেছে, রাজ্যের পালা বদলের সময় কালে তিনি নিজের দুই ভাই ও বাবাকে হারিয়ে ছিলেন তিনি। তখন থেকেই বারবার খবরের শিরোনামে এসেছেন কাজল সেখ। তাছাড়াও ওই সময় অনেক কাছের নেতা কর্মীদের হারিয়েছিলেন। সম্প্রতি তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য হয়েছেন। এদিন দুপুর একটা নাগাদ জাতীয় সড়ক ধরে দুর্গাপুর যাচ্ছিলেন। পথে গলসির পুরসা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কাজল শেখের গাড়ি থামিয়ে তাকে পুরসাতে সম্বর্ধনা দেন তৃণমূল নেতা কর্মীরা। কাজল শেখ জানান, পুরসা তথা গলসির মানুষ তাকে খুবই ভালোবাসে । বিভিন্ন সময় যাতায়াত ও যোগাযোগ থাকে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের সাথে। তিনি বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে বীরভূম জেলায় সবকটি পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করবে বলে আশাবাদী কাজল সেখ। এদিন পুরসা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জাকির হোসেন, পোতনা পুরসা পঞ্চায়েতে প্রধান বিলকিস মল্লিক, তৃণমূল নেতা সেখ কমল, সেখ বাপি সহ বেশকিছু তৃণমূল কর্মী