|
---|
নতুন গতি , মালদা, ৪ ফেব্রুয়ারি : যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে আটক করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এনজিপি – হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে। এই ঘটনায় নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে মালদা টাউন স্টেশনে ওই ট্রেনটি পৌঁছাতেই মহিলা কয়েকজন যাত্রী ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখায়। মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে সংরক্ষিত কামরায় মহিলাদের চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে যায় জিআরপি অফিসারেরা । এরপরই কলকাতার বাসিন্দা দুই মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনীর ওই জাওয়ানকে আটক করে নিয়ে যায় জিআরপি।
জিআরপি সূত্রে জানা গিয়েছে , কলকাতার বাসিন্দা দুটি পরিবার একসাথে ঘুরতে গিয়েছিলেন । গোয়াহাটি থেকে আসা এনজিপি – হাওড়াগামী ডাউন সরাইঘাট ট্রেনের এস-৭ সংরক্ষিত কামড়ায় ওই দুই পরিবার ফিরছিলেন । আর ওই সংরক্ষিত কামরাতেই ছিলেন অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। তারই বিরুদ্ধে ট্রেনের কামরায় মদ পান করে মহিলাদের কটুক্তি করার অভিযোগ ওঠে । এরপর ওই ট্রেনের কামরায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায় । ওই ট্রেনটি রাত সাড়ে এগারোটা নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই মহিলা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওই জাওয়ানকে।