গ্রামে মদ বিক্রি বন্ধের দাবীতে রাজনগর থানায় স্মারকলিপি দিলেন আদিবাসী মহিলারা

খান আরশাদ, বীরভূম : বীরভূমের রাজনগরের বারোমাসিয়া গ্রামের আদিবাসী মহিলারা গ্রামে অবৈধ ভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে রাজনগর থানা স্মারকলিপি দিলেন। রাজনগর থানায় গ্রামের আদিবাসী মহিলারা উপস্থিত হয়ে এই স্মারকলিপি জমা দেন। তারা জানান গ্রামে অবৈধ মদের কারবার চলছে এবং এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ির ছোট ছোট ছেলেরাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। বাড়ির বড়রাও নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে অশান্তির সৃষ্টি করছে। ফলে বীতশ্রদ্ধ হয়ে গ্রামের আদিবাসী মহিলারা রাজনগর থানা এসে স্মারকলিপি জমা দেন।

    স্থানীয় তৃণমূল নেতারাও আদিবাসী মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতা মহঃ সরিফ জানান অবৈধভাবে মদের কারবারের ব্যাপারটি পুলিশ প্রশাসনকে জানানো হল। আশা করা হচ্ছে পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ নেবে। তৃণমূল দল চায় গ্রামে ভালো পরিবেশে গড়ে উঠুক। গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনার একটা ভালো পরিবেশ গড়ে তুলুক। বারোমেসিয়া গ্রামের আদিবাসী মহিলা মিনুলতা বাস্কি, রাসমনি সরেন, বীনা মুর্মুরা জানান আদিবাসী গ্রামের ছেলে মেয়েরা এখন অন্যান্যদের সাথে পাল্লা দিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে। ভবিষ্যতে তাঁদের ছেলেমেয়েরা আরও উন্নতি করুক এই আশা করেন তাঁরা।