দক্ষিণ দিনাজপুরেও বাংলা বনধ পালন করল আদিবাসীরা 

দক্ষিণ দিনাজপুর: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ৮ ই জুন বৃহস্পতিবার দুই দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়।

    তারই সমর্থনে এদিন জেলার সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি, হরিরামপুর, তপন, রামপুর, পতিরাম, হিলি, কুমারগঞ্জ সব জায়গাতেই রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার ও প্ল‍্যাকার্ড ও হাতে তারা তাদের ঐতিহ্যবাহী তীর ধনুক সাথে নিয়ে সকাল থেকেই পথ অবরোধ করতে রাস্তায় নেমে পরেন আদিবাসীরা।

    উল্লেখ্য, এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের সহ-সভাপতি সিদান মুর্মু জানান, মূলত, “আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত হচ্ছে। প্রকৃত আদিবাসীদের ইতিহাস বিকৃতকারী ও অ-আদিবাসীদের বিরুদ্ধে একই সাথে অনৈতিক ভাবে সরকারি মদতে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ‍্যমে এসটি তালিকায় অন্তভূক্তি করণের ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে তারা ১২ ঘন্টার বাংলা বনধ পালন করছেন। এবং তিনি আরো জানান সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গসহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও সফল ও স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে বনধ সফল হয়েছে”।

    অন্যদিকেই এদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কোনরকম যাত্রীবাহী বা সরকারি বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি।

    পথঘাট বন্ধ ছিল দোকান বাজার সবই বন্ধ ছিল। পাশাপাশি পথ চলতি মানুষদেরকে এমনিতেই যেতে দেওয়া হচ্ছিল কিন্তু দূরপাল্লার গাড়ি ও অন্যান্য গাড়ি মানবিকতার খাতিরে প্রচন্ড তীব্র দাবদায়ের হাত থেকে বাঁচানোর জন্য ছেড়ে দেওয়া হয় এর পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরী পরিষেবার গাড়িও ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে সারা জেলা জুড়ে কোনরকম বনধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। সর্বশেষে বলাই বাহুল্য আদিবাসীদের ডাকা ১২ ঘন্টা বনধ সফল হল সারা রাজ্যের পাশাপাশি শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতেও।