|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ জুনঃ মেমারি গ্রামীণ হাসপাতালের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবির করা হয়। এই শিবিরের উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্যান্যা বেরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, দুই কাউন্সিলর সেখ ইউসুফ ও বাপি ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী এবং বিএমওএইচ ডাঃ দেবাশীষ বাংলা সহ সকল স্বাস্থ্য কর্মীবৃন্দ। পরে আসেন মেমারি থানার ওসি দেবাশীষ নাগ। এদিন জয়েন্ট বিডিও অন্যান্যা বেরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রক্ত দেন। তীব্র দহনে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে সর্বস্তরের স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই রক্তদান শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা বলে জানান ডাঃ দেবাশীষ বালা।