|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
প্রতি বছরের ১লা জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিক স্মরণে পালন করা হয়। ১৯৯১ সালে বিধান চন্দ্র রায়ের অবদানে এই দিনটিকে ডাক্তার দিবস হিসাবে পালিত হয়।
১৮৮২ সালের ১লা জুলাই তিনি জন্মগ্রহণ করেন ও ১৯৬২ সালে ১লা জুলাই তিনি মৃত্যুবরণ করেন। বিশেষ চিকিৎসার জন্য হাজার ১৯৬১ সালের ৪ঠা ফেব্রুয়ারি ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় ডঃ বিধান চন্দ্র রায় কে। ডঃ বিধান চন্দ্র রায় যাদবপুর টিভি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল সহ একাধিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডঃ বিধান চন্দ্র রায়। দূর থেকে রোগীকে দেখেই বলে দিতেন কি সমস্যা আছে এবং তার রোগের নাম বলতে পারতেন। এমনি দিব্যদৃষ্টি ছিল ডঃ বিধান চন্দ্র রায়ের।
পশ্চিমবঙ্গবাসীর জন্য জনহিতে পরিষেবা তিনি দিয়ে গিয়েছেন। ডঃ বিধান চন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কিৎসক দিবসের দিন, রাজ্যের সরকারি কর্মীদের ছুটির ঘোষণা করেছেন সরকার। বুধবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্যের অর্থ দফতরের তরফে। নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা খুব ভাল কাজ করেছেন। সেই কারণে সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সমবায় ইত্যাদি বন্ধ থাকে ১ জুলাই।