|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জাতীয় চিকিৎসক দিবস ছিল বৃহস্পতিবার।প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন।এই দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে চিকিৎসক দিবস।একটু অন্যভাবে নিজস্ব ঘরানায় বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন করলেন শিক্ষক শিল্পী নরসিংহ দাস। নরসিংহ বাবু পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) -র ভূগোল বিষয়ক শিক্ষক। নরসিংহ বাবু কালোজিরে দিয়ে ডাঃ রায়ের একটি প্রতিকৃতি বানিয়েছেন। কোনরকম আঠার ব্যবহার না করেই সাদা সোফার উপর কালোজিরে দিয়ে তিনি এই প্রতিকৃতি সৃষ্টি করেছেন।
সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। তাঁর সেই পোস্টে ডাঃ রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিল্পী নরসিংহ বাবুকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা । নরসিংহ বাবু বরাবরই এইরকম। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো শাকসব্জি, লতা-পাতা, দেশলাই কাঠি, মুসুর ডাল দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন। সম্প্রতি কালোজিরা দিয়ে বুদ্ধদেব দাশগুপ্ত, শঙ্খ ঘোষ,মিলখা সিংদের প্রতিকৃতি বানিয়ে বাহবা কুড়িয়েছিলেন।